ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ফোনে ডেকে নিয়ে অপহরণ নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

রাকিবুল হাসান আহাদঃ
জানুয়ারি ১৫, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীকে ফোনে ডেকে নিয়ে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগোগীর পরিবার। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী নাইম হাসান রানা (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনে ডেকে শ্রীপুর মধ্য বাজারে আসতে বলেন। ব্যবসায়িক মালামাল কেনার কথা বলে সেখানে গেলে কৌশলে তাকে কর্ণপুর ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা। সেখানে ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ লোকজন তাকে আটকে রেখে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারধর করে। লাঠি ও বিভিন্ন ধারালো বস্তু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
একপর্যায়ে অভিযুক্তরা তাকে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চাপ সৃষ্টি করে। অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল (মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা), সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যক্তিগত জ্যাকেট ছিনিয়ে নেয় তারা। হত্যার হুমকি দিয়ে ভিডিও ধারণ করেও ভয় দেখানো হয়।

পরদিন ৮ জানুয়ারি দুপুরে আবারও তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে অভিযুক্তরা তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে তিনি পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন তিনি।
ভুক্তভোগী নাইম হাসান রানা জানান, অভিযুক্তরা তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি ঘটনার বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: