নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকায় মামলার বাদীকে মামলা তুলে নিতে বাদীসহ ভাই বোনকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি রুবেলের বিরুদ্ধে।
লিখিত অভিযোগ ও মামলার বাদী জানান,গত ০১/০৭/২০২২ তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকার আউয়ালের ছেলের সাথে নেএকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাগনীপাড়ার খালেকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করলে কয়েক লাখ টাকা দেয়া হয় রুবেলকে।
সম্প্রতি সময়ে পুনরায় অটোরিকশা কিনে দিতে আবার ২ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে তার চাহিদা মতো টাকা দিতে না পারায় রুবেল স্ত্রীকে মা-র ধোর করে বাচ্চাকে রেখে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় রহিমা বাদী হয়ে কিশোরগঞ্জ আমলগ্রহনকারী আদালত নং-১ যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করে যাহার নং ৮৩০( ১) ২০২৫। মামলার জের ধরে আসামি রুবেল মিয়া তার সাথে আউয়াল, তাসলিমা,লাদেন,রেখাসহ অজ্ঞাত কয়েকজনকে নিয়ে গত ১৬/০৮/২০২৫ তারিখে বাদীর ভাই রিটন মিয়ার উপর জালালপুর এলাকায় আক্রমণ করে।
এ ঘটনায় রিটন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ১০৭,১১৪,১১৭ ধারা আরেকটি মামলা করেন।
এসব মামলা এবং মামলার প্রেক্ষিতে রুবেলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারের নির্দেশ হওয়ায় আসামি রুবেল মিয়া ও তার সঙ্গীয় গুন্ডা বাহীনী দিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন মামলার বাদীদের সেই সাথে মামলার বাদীর বোনকেও হত্যা করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে ।
ভোক্তভোগীদের দাবি মামলা তুলে না নিলে রুবেল মিয়া বাদীর ভাই, বোনসহ ভাগ্নে ভাগ্নীকে অপহরণ করে হত্যাসহ গুম করবে বলে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। অন্যদিকে স্ত্রী'র মামলা করার পর রুবেল গোপনে আরেকটি বিয়ে করে সংসার করে চলেছে বলে জানান ভুক্তভোগীরা। মামলায় গ্রেফতারের নির্দেশ হওয়ার পর সে আত্মগোপনে থেকে হুমকি দিয়ে চলছে নিয়মিত বলেও জানান স্থানীয় লোকজন ।
এলাকাবাসী ও মামলার বাদীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনী সহায়তার জন্য।