নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা শাখার উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত ও টেকনাফের শাহপরীর দ্বীপসহ বিভিন্ন পর্যটন এলাকায় তিনদিনব্যাপী আনন্দ ভ্রমণ ও বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএমইউজে ফেনীর সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঁইয়ার সঞ্চালনায় এ কর্মসূচি গুলোতে অংশগ্রহণ করেন, বিএমইউজে ফেনীর সহ-সভাপতি জহিরুল জাহাঙ্গীর ও শেখ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজেন ও কাজী নুরুল আলম নিলু, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, ইসমাইল হোসেন, রাজীব মাসুদ, আবু জাফর হৃদয়, শাহাদাত হোসেন সাজু, আতোয়ার রহমান মনির ও আফতাব উদ্দিন শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৮ জানুয়ারি রোববার বিকেলে কক্সবাজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈবাল হোটেলে “বুনিয়াদি সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। এসময় বিএমইউজে কক্সবাজার জেলা সভাপতি আব্দুল আলীম নোবেলসহ কক্সবাজারের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সেরা সংগঠক হিসেবে বিএমইউজে ফেনীর সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁইয়াকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
১৯ জানুয়ারি সোমবার ভোরে বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজার থেকে টেকনাফের ইনানী সমুদ্র সৈকত, পারকিচর, সাম্পান পাড়া ও নাফ নদীর তীরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। একই দিন দুপুরে টেকনাফ প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, কবি ও শিক্ষক হেলাল উদ্দিন হেলালী, বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাকের বিন ফয়েজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ (আজিজ), সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমনসহ অন্যান্য সাংবাদিকরা।
উক্ত আনন্দ ভ্রমণ ও বুনিয়াদি সাংবাদিকতা
প্রশিক্ষণ কর্মশালার সার্বক্ষণিক খোঁজখবর রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। বিএমইউজে নেতৃবৃন্দ জানান, এ ধরনের প্রশিক্ষণ ও আনন্দ ভ্রমণ কর্মসূচি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সংগঠনের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

