ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
জানুয়ারি ২৩, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ২২ হাজার দুইশত পিস ইয়াবা ও ইয়াবা ট্যাবলেটের ৬০ গ্রাম গুড়া উদ্ধার করেছে। এ সময় ইয়াবা মাদক বিক্রিলব্দ নগদ অর্থ ৬ হাজার টাকা উদ্ধার করে। অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, দাপুনিয়া ভাটিপাড়ার আকছামুল হক হীরা ও নেত্রকোণার বারহাট্টার আহলাদ মিয়া। বৃহস্পতিবার রাতে মুক্তাগাছার বেচুখালী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেত্তৃতে এ অভিযান পরিচালনা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছার বেচুয়াখালী বাজার এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা (ইয়াবা ডিলার) দাপুনিয়া ভাটিপাড়ার মোঃ আকছামুল হক হীরা ও তার সহযোগী (সেলসম্যান বা বিভিন্ন মাদক কারবারিদের হাতে পৌছে দেয়ার বাহক) নেত্রকোণার বারহাট্টার মোঃ আহলাদ মিয়াকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটের ৬০ গ্রাম গুড়া এবং মাদক বিক্রিত নগদ অর্থ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়,  ময়মনসিংহ অঞ্চলের ইয়াবা ব্যবসার অন্যতম ডিলার বা পাইকারী ব্যবসা পরিচালনাকারী মোঃ আকছামুল হক হীরাকে এর আগে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে। ঐ মামলায় হীরার ৭ বছরের সাজা দেয় আদালত। এছাড়া ১৩৫ পিসের অপর একটি মামলায় এই হীরাকে দেড় বছরের সাজা দিয়েছে আদালত। দুটি মামলার সাজা পরোয়ানা মাথায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একচেটিয়া ইয়াবা ব্যবসা করে আসছে।

দাপুনিয়া ভাটিপাড়াসহ দাপুনিয়া বাজারের বেশ কয়েকজনের মতে, ইয়াবা কারবারি হীরার রয়েছে বিশাল নেটওয়ার্ক। হীরা হাজার হাজার ইয়াবা এনে স্থানীয় একাধিক লোকসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করছে। মাঝে মধ্যে ধরা পড়লেও টাকার দাপটে আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে আবারো বেপরোয়া হয়ে ইয়ারা বিক্রি করে। তারা মাদক কারবারি হীরার কঠোর শাস্তি দাবি করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: