খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার রসুলপুর এলাকার আলোচিত শিশু ধর্ষণকারী অভিযুক্ত ও সাবেক পৌর আওয়ামী লীগের নেতা জালাল মজুমদার বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি নিজেই এ যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, জালাল মজুমদারের বিরুদ্ধে রসুলপুর এলাকার এক শিশুকে দীর্ঘদিন ধরে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শিশুটি নিজেই এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেখানে সে জানায়, ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে অভিযুক্ত জালাল মজুমদার বারবার তাকে ধর্ষণ করেছে।
এই ভিডিও প্রকাশের পর এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র শামসুল হক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অর্থের বিনিময়ে ভুক্তভোগী শিশুসহ তার পরিবারকে অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, চার লাখ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয় এবং শিশুটিকে ৫০ হাজার টাকা দিয়ে অন্য এলাকায় পাঠানো হয়। বর্তমানে শিশুটি আবার রসুলপুর এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি শিশুর প্রতি এমন নৃশংস ও অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ, একজন শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত ব্যক্তিকে বিএনপিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের এক কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।