বাংলা ভাষায়, বাংলার প্রাগৈতিহাসিক ইতিহাস ও বিলুপ্ত ঐতিহাসিক স্থাপনা নিয়ে অনেক বই লেখা ও সংকলন করা হয়েছে। তবে প্রচার বিমুখ লেখক মাহমুদ নিয়াজের লেখা,”বাংলায় প্রাগৈতিহাসিক থেকে ঔপনিবেশিক কালের প্রশাসন এবং বাংলাদেশের পরিত্যক্ত বিমানবন্দরসমুহের বিস্মৃত ইতিহাস “অন্যতম।”বাংলায় প্রাগৈতিহাসিক থেকে ঔপনিবেশিক কালের প্রশাসন” বইটিতে বাংলার পাঁচ হাজার বছরের ইতিহাস কে খুব সুচারুভাবে লিপিবদ্ধ করেছেন।”বাংলাদেশের পরিত্যক্ত বিমানবন্দর সমুহের বিস্মৃত ইতিহাস “বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত হারিয়ে যাওয়া ও অচল বিমানবন্দর সমুহের ইতিহাস তুলে ধরেছেন। ইতিহাসপ্রেমী পাঠকদের মাঝে বই দুটি ব্যাপক সাড়া ফেলেছে। পাঠকেরা বই দুটির ৭/১০ রেটিং দিয়েছেন।সরকারি চাকুরীরত অবস্থায় লেখা লেখিতে যতজন বিশেষ ছাপ রেখেছেন তার মধ্যে মাহমুদ নিয়াজ অন্যতম। দেশপ্রেম ও দায়িত্ব বোধের প্রশ্নে সর্বদা আপোষহীন। প্রচার বিমুখ মানুষটি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সাল হতে সরকারি চাকুরীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।বিভিন্ন জাতীয় দৈনিক ও জার্নালে তার সত্তরটিরও বেশি লেখা প্রকাশিত হয়েছে।বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক লেখায় মাহমুদ নিয়াজ সিদ্ধহস্ত। লেখনীর মাঝে যেন সবার মাঝে বেঁচে থাকতে পারে তাই সবার নিকট দোয়া প্রার্থী।
তসলিম উদ্দীন