ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় যাচ্ছিল। পথে রজপাড়া এলাকায় পৌঁছলে সিক্স লেন এলাকায় একটি দ্রুতগামী অটোবাইক মারিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতের পরিবার মামলা করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং মরদেহ দাফনের জন্য নিয়ে যান। ###

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।