ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির ধান

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ
মে ১০, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেওয়া আগাছা নাশক বিষে এক কৃষকের সাড়ে ৫ বিঘা জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার দোবিলা গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘরগ্রামের কৃষক ইসহাক আলী দোবিলা মৌজায় সাড়ে পাঁচ বিঘা জমিতে বি আর ২৯ ধান আবাদ করেছিলেন। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ওই জমিতে বালাইনাশক (ঘাস মারা বিষ) প্রয়োগ করে।
কৃষক ইসহাক আলী জানান, শনিবার সকালে আমি জমিতে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার সাড়ে পাঁচ বিঘা জমির বি আর ২৯ আধা পাকা ধানে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে। এতে আমার জমির ধান পুড়ে ছোন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, কৃষক ইসহাক আলীকে আইনগত সহায়তা দেওয়া হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি, সরজমিনে ধান ক্ষেত পরিদর্শন করে ওই কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।