ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীঘর বাজারের পাকা রাস্তার উপর নাজরুল ইসলামের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

নবীনগর থানা সূত্রে জানা গেছে, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় সিএনজিতে থাকা মো. আক্কাছ মিয়া (৩২) এবং মো. ছিদ্দিকুর রহমান (২১)-এর কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. আক্কাছ মিয়ার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাঙ্গরা বাজার এলাকায়। তার বাবা মৃত শহিদ মিয়া এবং মা মৃত আশা খাতুন। অপর আসামি মো. ছিদ্দিকুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল মধ্যপাড়া গ্রামে। তার বাবা আতিকুর রহমান এবং মা হাজেরা বেগম।

অভিযানে গাঁজার পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।