বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলে সহ একটি ট্রলার ডুবির ঘটনায ৭ জেলেকে উদ্ধার করেছে প্রশাসন।
বুধবার (২জুলাই) বিকেল ৩ টার দিকে খবর পেয়ে রেসকিউ টিম,কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয় জেলেদের সহযোগিতা সবাইকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে উদ্ধার হওয়া জেলেরা।
স্থানীয় জেলেরা প্রথমে দু’জনকে উদ্ধার করে। পরে জেলেদের তথ্যের ভিত্তিতে বাকি পাঁচ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন ( ৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০)। এরা সবাই কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তানিম (২০) তালতলী উপজেলার বাসিন্দা বলে পরিচয় নিশ্চিত করেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।
জনাগেছে, বুধবার ভোর ৪টায় মাছ শিকারের উদ্দেশ্য সমুদ্র যাত্রা করেন মাহবুব মাঝি সহ সাত জেলে। সমুদ্র উত্তল থাকায় ঢেউয়ের তোরে সমুদ্রে ট্রলারটি নিমজ্জিত হয়।
ট্রলারে থাকা মাহবুব মাঝি বলেন, ঢেউয়ের তান্ডবে ট্রলার ডুবে যায়। এসময আমরা দু’জন পট নিয়া ভাসতে থাকলে অন্য একটি ট্রলার আমাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।
তিনি জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আমরা সবাই জীবিত উদ্ধার হতে পেরেছি।
এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছে।