নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে আনা ৪০ হাজার ইয়াবা থেকে উদ্ধার হল মাত্র ২ হাজার। সোনাইছড়ি ফাঁড়ি পুলিশ এই ২ হাজার ইয়াবা টেবলেট উদ্ধারের দাবী করলেও প্রত্যক্ষদর্শী অনেকের দাবি, তার কাছে ৪০ হাজার ইয়াবা টেবলেট ছিল। যাহা ধৃত আসামী অল্পক্ষণ আগে তার বাড়িতে নিয়ে যান দাবী করেন তারা।
অবশ্য সে বাড়িতে যাওয়ার সাথে সাথেই পুলিশ আবদুস সালামকে আটক করে। আর জড়িত সন্দেহে ধৃত আসামীর ২ ছেলেকেও ফাড়িঁতে নিয়ে যান।
ঘটনাটি ঘটেছে বুৃধবার ( ২ জুলাই) বিকেলে।
পুলিশ জানান, তারা গোপন সুত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল আবদুস সালামের বাড়ি ঘেরাও করে। পরে কলাগাছে গোড়াতে লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা উদ্ধার করে তারা। বিষয়টি নিশ্চিত করেন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশ ইনচার্জ
মো কামরুল ইসলাম।
তিনি এ প্রতিবেদককে বলেন,তারা খবর পান বিপুল ইয়াবা নিয়ে শফি নামের এক কারবারী পাচার করছিল রামুর দিকে। খবর পেয়ে সালাম ও তার দল এ সব লুট করে কয়েকজনে ভাগ করেছে বলে তিনি জেনেছেন। আর সে কারণে ঘটনার পরপর কয়েকটি স্পটে পুলিশের টিম অভিযান চালালেও বাকি ১৮ হাজার ইয়াবার হদিস পাননি তারা।
একাধিক বিশ্বস্থ সূত্র দাবী করেন,ইয়াবার বড় চালানটিতে ৪০ হাজার ( ৪ কাট) ইয়াবা টেবলেট আবদুল সালামের নিয়ন্ত্রনে ছিল। যা তার বাড়িতে লুকিয়ে রেখেছিল সে তার ১ ছেলে।