ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার এক বছরের মধ্যে ২ হাজার ৬০০ জন রোগীকে বিনামূল্যে রক্তদান করে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইতিমধ্যে সারাদেশে সংগঠনটির ৫ হাজার ১০০ জন ব্লাড ডোনার স্বেচ্ছায় এই রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদে স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশন’ এর প্রধান কার্যালয় উদ্বোধনকালে আয়োজকেরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ উপলক্ষে স্বপ্নধরা’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বচ্ছ সাহা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, নবীনগর থানার সাব ইন্সপেক্টর বখতিয়ার আলম,
খন্দকার আইটির কর্ণধার খন্দকার মো. আলমগীর হোসেন, স্বপধারা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইফরান আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুদ্ধ প্রমুখ।
স্থানীয় হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের বিগত দিনের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
নরসিংদী ও নবীনগরে থাকা সংগঠনটির দুটো শাখায় ১১০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইফরান আহমেদ রাব্বি।