“মূলধারায় পরিচ্ছন্ন সাংবাদিকতায় আমরা অঙ্গিকার বদ্ধ” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে মাদারীপুরের কালকিনিতে “কালকিনি সাংবাদিক ফোরাম” এর আত্মপ্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার কলেজ রোডে কালকিনি সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ সাংবাদিক সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে মাইটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার
কালকিনি উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউদ্দিন লিয়াকতকে আহ্বায়ক ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি সাহাদাত হোসেন ওয়াসিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে দৈনিক গনতন্ত্র পত্রিকার প্রতিনিধি কালকিনি উপজেলা প্রতিনিধি বিএম আজাহারকে যুগ্ম-সদস্য সচিব এবং দৈনিক সোনালী খবর পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি আমির হোসেন এবং মাদারীপুর সংবাদ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান ইমরানকে সদস্য করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধি এইচএম মিলন মাহমুদ,সাধারণ সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও সংবাদ সারাবেলা পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি নাসিরউদ্দিন লিটন ফকির, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের কালকিনি উপজেলা প্রতিনিধি জাফরুল হাসান, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি ম ম হারুন অর-রশিদ, একুশে টেলিভিশন ও মানবকন্ঠ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি রকিবুজ্জামান, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি আবির হাসান পারভেজ সহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।