রাইসুল ইসলাম | নিউজ ডেস্ক ইন-চার্জ | চট্টগ্রাম | ১৪ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক কর্মসূচি “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক”-এ অংশ নিয়ে সবুজ, ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্বের দাবিতে দেড় শতাধিক তরুণ জলবায়ু কর্মী সমবেত হন। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য CoP30 সম্মেলনকে সামনে রেখে তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান— জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্যতা, জবাবদিহিতা ও বাস্তব পদক্ষেপ এখনই নিশ্চিত করতে হবে।
ব্রাইট বাংলাদেশ ফোরাম, অ্যাকশনএইড বাংলাদেশ ও চট্টগ্রাম অ্যাক্টিভিস্টার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তরুণরা রঙিন পোস্টার, ব্যানার ও স্লোগানে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার দাবি জানান। পাশাপাশি তারা নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি এবং “ন্যায্য রূপান্তর (Just Transition)” নিশ্চিত করতে CoP30-কে একটি সিদ্ধান্তমূলক সম্মেলন করার আহ্বান জানায়।
কর্মসূচিতে অংশ নিয়ে তরুণরা বলেন—
“জলবায়ু আলোচনার ব্যর্থতার সুযোগ আর নেই। প্রতিশ্রুতির সময় শেষ, এখন বাস্তবায়নের সময়।”
তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা আজকের নীতি ও বিনিয়োগ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সমাবেশে #JustTransitionNow, #FundOurFuture, #StopFossilFuel, #ClimateJusticeNowসহ বিভিন্ন হ্যাশট্যাগ প্রদর্শন করা হয়।

জলবায়ু কর্মী জাবির বিন সোলায়মান বলেন,
“ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে সবুজ কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তর অত্যন্ত জরুরি। তরুণ নেতৃত্বই টেকসই সমাধানের পথ তৈরি করতে পারে।”

যুব সদস্য আব্দুল আজিজ বলেন,
“জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিনই স্পষ্ট হচ্ছে। টেকসই ভবিষ্যতের চাবিকাঠি আজকের তরুণদের হাতেই।”
ব্রাইট বাংলাদেশ ফোরামের এক প্রজেক্ট অফিসার জানান,
“CoP30-এর আগে তরুণদের এই আন্দোলন ভবিষ্যতের ন্যায্য রূপান্তরের পথ নির্দেশ করছে।”
অ্যাকশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর নিধী চাকমা বলেন,
“তরুণদের কণ্ঠস্বরই জলবায়ু ন্যায়বিচারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
প্রতি বছরের মতো এবারও “Fund Our Future” ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্রাইট বাংলাদেশ ফোরাম সারাদেশে তরুণদের সংগঠিত করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিনিয়োগ বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি তুলে ধরছে। সংগঠনের মতে, তরুণদের ধারাবাহিক নেতৃত্বই বাংলাদেশে জলবায়ু ন্যায়বিচারের নতুন অধ্যায় সূচনা করবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

