ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. আইন আদালত
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
নভেম্বর ১৫, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যওয়ার্ড সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর বাতিরকলে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ কামাল মিজান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান।
তিনি বলেন, মিডিয়া অ্যওয়ার্ড শুধু সম্মাননা নয়, এটি সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই আয়োজনকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

বিশেষ অতিথির বক্তব্য প্রদান কালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন। নিজেদের ঐক্যবদ্ধতা সুসংগত করতে হবে। এই ধরণের অ্যওয়ার্ড পেশাদারিত্বের উৎসাহ ও মনোবল বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে সাংবাদিকতার পেশায় অনুপ্রাণিত করবে।

এছাড়াও বিশেষ অতিথি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট মুফতী জসীম উদ্দিন বলেন, পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিডিয়া অ্যওয়ার্ড সেই ঐক্যের প্রতীক।

সভায় উপস্থিত ছিলেন, এনামুল হক ছোটন, রাকিবুল হাসান ফরহাদ, নজরুল ইসলাম, সোহানুর রহমান সোহান, হোসেন আলী, কামরুল হাসান, আজিজুল হক, মামুনুর রশীদ মামুন, দ্বীন ইসলাম, সেলিম সাজ্জাদ, মোমেনা আক্তার, রজীব, আসাদুজ্জামান আসাদ তূষার, রুবেল প্রমুখ।

এ ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মিডিয়া অ্যওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি, আয়োজন, মনোনয়ন প্রক্রিয়া এবং অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: