আজ ২২শে নভেম্বর, ২০২৫ইং খাগড়াছড়ির জালিয়াপাড়ায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে পরিচালিত এ বিশেষ অভিযানে ৯৫ ঘনফুট সেগুন কাঠ (মামলা নং-০৪) এবং ৮১ ঘনফুট জ্বালানি কাঠ (মামলা নং-০৫) জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে।
জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,
“জালিয়াপাড়া রেঞ্জের আওতায় অবৈধভাবে পাহাড় কাটাসহ বৃক্ষ নিধনের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান,
“বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সহযোগিতায় এলাকায় পাহাড় কাটা ও গাছ কাটাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসন জানায়, অবৈধভাবে কাঠ সংগ্রহ ও পাহাড় কাটাকে কেন্দ্র করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অপতৎপরতা রোধে সেনাবাহিনী ও বনবিভাগ নিয়মিত যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।
অভিযান সফল হওয়ায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

