নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর চরপাপাড়া এলাকায় সেফওয়ে ডায়গনষ্টিক কমপ্লেক্সের ৩ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
জানা যায় রক্সি, বৃষ্টি দুই নারী কর্মচারী ময়মনসিংহের কোতোয়ালি থানায় অভিযোগে উল্লেখ করেন সেফওয়ে ডায়গনষ্টিক কমপ্লেক্সের কর্মকর্তা আলমগীর, স্মরণ, মানিক তাদের তিন মাসের বেতন আটকিয়ে দেয়। পাওনা বেতনের টাকা চাইতে গেলে নভেম্বর মাসের ৯ এবং ১০ তারিখ ছাড়াও একাধিক সময়ে স্মরণ এর অফিস কক্ষে অশালীন অঙ্গভঙ্গি সহ কুপ্রস্তাব দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে আপত্তিকর ভাবে স্পর্শ করার এমন অভিযোগ আনয়ন করা হয়েছে।
এবিষয়ে আলমগীর, স্মরণ, মানিকদের নিকট পৃথক ভাবে জানতে চাইলে তারা কুপ্রস্তাব আর যৌন হয়রানী করার আনীত অভিযোগ অস্বীকার করে বলেন সেফওয়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানে অনেক কর্মচারী রয়েছে এমন ঘটনা মিথ্যা ভীত্তিহীন তবে বেতন একজনের একমাস অপরজনের ১০ দিনের পাওনা রয়েছে। এবিষয়ে পুলিশ ফাড়ীতে আলোচনা হয়েছে।
দুই নারী ভিডিও বার্তায় এসে জানান তারা তিন মাসের বেতন পাচ্ছেন না, তাদের কোন নোটিশ না দিয়েই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। কুপ্রস্তাব দিয়েছে, যৌন হয়রানি করেছে তাই থানায় পুলিশে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার বিকালে কোতোয়ালী মডেল থানায় তদন্তকারী কর্মকর্তার মধ্যস্থতায় ঘটনার বিষয়ে আপোষ মিমাংসা হয়েছে বলে দুই নারী নিশ্চিত করেছেন।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

