অনলাইনভিত্তিক একটি প্ল্যাটফর্ম ‘FB77’–কে কেন্দ্র করে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই সাইট ও অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে আকর্ষণ করে বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করা হচ্ছে, যার ফলে অনেকেই অর্থনৈতিক প্রতারণার শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ‘FB77’ নামের ওই প্ল্যাটফর্মটি দেখতে একটি বৈধ অনলাইন সার্ভিস বা গেমিং সাইটের মতো হলেও বাস্তবে এটি একটি ভুয়া ও প্রতারণামূলক সাইট। প্রথমে সহজ লাভের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের লগইন ও বিনিয়োগে উৎসাহিত করা হয়। পরবর্তীতে টাকা জমা দেওয়ার পর বিভিন্ন অজুহাতে অর্থ উত্তোলন বন্ধ করে দেওয়া হয় অথবা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয় বলে অভিযোগ।
একাধিক ভুক্তভোগী জানান, তারা তাদের ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর টাকা জমা দিলেও পরবর্তীতে আর কোনো সাড়া পাননি। অনেক ক্ষেত্রে কাস্টমার সার্ভিসের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভুয়া প্ল্যাটফর্ম সাধারণত বিদেশি সার্ভারে পরিচালিত হয় এবং দ্রুত নাম-রূপ পরিবর্তন করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। তারা সতর্ক করে বলেন, অনির্ভরযোগ্য অ্যাপ বা ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেন মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের অচেনা অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ বা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ‘FB77’ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

