নিজস্ব প্রতিবেদক |
চিকিৎসার অভাবে যাতে কোনো দরিদ্র মানুষ অসহায় হয়ে না পড়ে—সেই মানবিক আবেদন নিয়ে সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন দৈনিক কালের প্রতিচ্ছবি–র সম্পাদক হাসান আল মামুন।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর চট্টগ্রামের লাভলেইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বহু দরিদ্র মানুষ কিডনি রোগসহ জটিল ও ব্যয়বহুল চিকিৎসা নিতে না পেরে চরম সংকটে পড়ছেন। চিকিৎসা ব্যয়ের ভার বহন করতে না পেরে অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, যা আমাদের সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। প্রয়োজনে আমি আমার কিডনি বিক্রি করে দেবো। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। মাত্র ৫০ হাজার টাকা কেউ দান করলে আমার এ কিডনি ব্যবহার করতে পারবেন বলে তিনি জানান।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “চিকিৎসার অভাবে আজ আমাকেও কিডনি বিক্রি করতে হবে । একটি জীবন নিভে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের সামর্থ্যবান মানুষের সামান্য সহযোগিতাই একজন দরিদ্র মানুষের জীবন বাঁচাতে পারে।”
হাসান আল মামুন জানান, অসহায় ও দরিদ্র কিডনি রোগীদের চিকিৎসায় সহায়তা পৌঁছে দিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক উদ্যোগ নয়; বরং সম্পূর্ণ মানবিক বিবেচনা থেকেই এই আহ্বান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “একটি সভ্য সমাজের পরিচয় হলো—সে সমাজ তার দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জানে। আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে অনেক অসহায় মানুষের চোখে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন ফিরিয়ে দেওয়া সম্ভব।”
তিনি দেশের সচেতন নাগরিক, সমাজকর্মী, মানবাধিকার সংগঠন এবং বিত্তবান ব্যক্তিদের এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, মানবতার প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। মানুষের জীবন রক্ষার চেয়ে বড় কোনো দায়িত্ব হতে পারে না।
বিকাশ নাম্বার –01854-808800

