মানিকছড়ি প্রতিনিধি ।
বিভাগীয় বন কর্মকর্তা, খাগড়াছড়ি বন বিভাগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানিকছড়ির নির্দেশনায় মানিকছড়ি উপজেলায় অবৈধ কয়লার চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) জনাব খাতিজা তাহেরা, সহকারী কমিশনার (ভূমি), মানিকছড়ির নেতৃত্বে উপজেলার বাটনাতলি ইউনিয়নের মাষ্টারঘাটা ও ঢাকাইয়াশীল এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত ৩২টি অবৈধ কয়লার চুল্লিতে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে পরিচালিত সবগুলো কয়লার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে পরিবেশ দূষণ ও বন আইনের লঙ্ঘনের দায়ে চুল্লির মালিকদের বিরুদ্ধে মোট ১ (এক) লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৬০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে মানিকছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে আনা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন—মোঃ আব্দুল হামিদ, রেঞ্জ কর্মকর্তা, মানিকছড়ি রেঞ্জ;নুরুল আমিন প্রধান, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি; সেনাবাহিনীর সদস্যবৃন্দ; মানিকছড়ি থানার পুলিশ সদস্য; মানিকছড়ি রেঞ্জের বন বিভাগের স্টাফ এবং বাটনাতলি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
প্রশাসন সূত্র জানায়, বন উজাড় ও পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

