ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে সেনা অভিযান: টিপি’র আড়ালে পাচারকালে ৩ লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার

kalerproticchobi.com kalerproticchobi.com
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ট্রান্সপোর্ট পাস (টিপি)’র অপব্যবহার করে কাঠ পাচারের গোপন তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গভামারা এলাকায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুপুর ১২টা ৩০ মিনিটে সার্জেন্ট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে আবুল বশরের কাঠ স্টকের পাশে স্তূপ করে রাখা প্রায় ৩০০ ঘনফুট মালিকবিহীন সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা বলে সেনাবাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।

দুপুর ২টা ৩০ মিনিটে অভিযান সমাপ্ত হওয়ার পর কাঠগুলো আইনি প্রক্রিয়া শেষে মানিকছড়ির গাড়িটানা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মানিকছড়ি রেঞ্জ বন বিভাগের রেঞ্জার মো. আব্দুল হামিদ (রেঞ্জ কর্মকর্তা, অভিযানে উপস্থিত) জানান, “উদ্ধারকৃত কাঠের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ নিধনকারী চক্রের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমবে

 

পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ সুরক্ষা ও পাচার রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সেনা সূত্র জানিয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: