গফরগাঁও প্রতিবেদকঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের নাশকতায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে।
রেললাইনের পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের প্রায় ২ কিলোমিটার আগে জন্মেজয়/সালটিয়া মাঠখোলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, দুর্বৃত্তরা রেললাইনের সংযোগস্থলের নাট খুলে প্রায় ২০ ফুট লম্বা লোহার পাত দুই পাশ থেকে বিচ্ছিন্ন করে সরিয়ে রাখে। এতে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের অন্ধকারে লাইনের কাটা অংশটি চালকের নজরে আসেনি। তবে ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং লাইন মেরামতের কাজ চলছে।
স্থানীয় পুলিশ ও রেলওয়ে সূত্রের দাবি, সাম্প্রতিক দলীয় মনোনয়ন বঞ্চিত সমর্থকদের আন্দোলনের প্রেক্ষাপটে নাশকতার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

