বন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলাধীন চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের ধুরং বিট এলাকায় জবরদখলকৃত বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনাকালে বনকর্মীদের ওপর বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম (বিএফএফ)।
উচ্ছেদ অভিযানের সময় নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব খান মো. আবরারুর রহমান, সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা জনাব মো. বাচ্চু মিয়া, ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ স্টাফ জনাব মাহফুজ খন্দকারসহ অভিযানে অংশগ্রহণকারী কয়েকজন বনকর্মী বনখেকো, জবরদখলকারী ও দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হন।
বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিএফএফ-এর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মাননীয় সচিব, মাননীয় প্রধান বন সংরক্ষক, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, এবং বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ–এর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে—
উক্ত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বনখেকো, জবরদখলকারী ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়,
“আর কত রক্ত ঝরবে বন যোদ্ধাদের? আর কত জীবন দিতে হবে বন বীরযোদ্ধাদের?”
বন রক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট ও কার্যকর নিরাপত্তা নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম মনে করে, বন রক্ষায় দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি রাষ্ট্রের বন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে

