নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৮ জানুয়ারি) বিকালে কক্সবাজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবালে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। প্রধান বক্তা ও প্রশিক্ষক ছিলেন, দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান।
বিএমইউজে ফেনী জেলা সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঁঞার সঞ্চালনায় এতে মোট ১৫ জন সাংবাদিক অংশ নেন।
অংশগ্রহণকারী সাংবাদিকগণ হলেন, কামাল উদ্দিন ভূঁইয়া, আফতাব মমিন ভূঁঞা, মোহাম্মদ শেখ কামাল, জহিরুল জাহাঙ্গীর, কাজী নুরুল আলম নিলু, মাসুম বিল্লাহ ভূঁইয়া, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, মহিউদ্দিন সেজু, আবু জাফর হৃদয়, মিজানুর রহমান, আতিকুর রহমান রোজেন, শাহাদাত হোসেন সাজু ও রাজিব মাসুদ। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এসময় সাংগঠনিক বিশেষ অবদানের জন্য বিএমইউজে এর পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়াকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

