নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলা পরিষদের তিন বারের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও বাহার ছড়া ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাষ্টার মুনির আহমদ চেয়ারম্যান বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।
১৯৪৭ সালের ৩ মার্চ বাহার ছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। উনার পিতার নাম মরহুম মাওলানা আব্দুল আজিজ ।মাতার নাম মরহুমা মাইমুনা খাতুন। তিন ভাই এবং তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। উনার পিতা মরহুম মাওলানা আব্দুল আজিজ ছিলেন তৎকালীন ব্রিটিশ আমলের প্রখ্যাত এক আলেমেদ্বীন। উনার বড় ভাই মরহুম অ্যাডভোকেট কবির আহমদ বাহারছড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা । উনার প্রচেষ্টায় ১৯৫৮ সালে বাহারছড়া ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে । তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক অভিজ্ঞ সিনিয়র আইনজীবী ছিলেন। মেজ ভাই মরহুম মাওলানা মাসউদুর রহমান ছিলেন এক প্রখ্যাত আলেমেদ্বীন । উনার প্রচেষ্টায় বাহারছাড়া তাফহিমুল কোরআন দাখিল মাদ্রাসা প্রথম যাত্রা শুরু করে এবং তিনি ছিলেন বিভিন্ন ভাষার উপর পারদর্শী এক আলেমেদ্বীন।
১৯৬৫ ইংরেজি সনে মরহুম আলহাজ্ব মাস্টার মুনির আহমদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়ন করেন। ১৯৮৭ ইংরেজি সনে বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৮ সনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯২ সাল পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ ইংরেজি সনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০২ সাল পর্যন্ত তিনি বাহারছড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
১৯৯০ -১৯৯১ সালে তিনি টেকনাফ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বাহার ছড়া ইউনিয়নের শাপলাপুরে যে হসপিটাল রয়েছে ওই হসপিটাল উনার কার্যকাল ১৯৯১-১৯৯২ সালে করা এবং তাহার জন্য ডিউ লেটার দিয়েছিল উখিয়া টেকনাফের সাবেক চারবারের সংসদ ও সাবেক হুইপ বর্তমান কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উনার কার্যকাল ১৯৯১-১৯৯২ সালে করা এবং ওই কমপ্লেক্সের জন্যও ডিউ লেটার দিয়েছিল সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বাহার ছড়া ইউনিয়নের মারিষবনিয়া উচ্চ বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে উনার অসামান্য অবদান রয়েছে।এছাড়া বাহারছড়া ইউনিয়ন ভূমি অফিস ০৬-০৭-১৯৯২ সালে ওনার কার্যকালে প্রতিষ্ঠা হয়।বাহারছড়া ইউনিয়নের পোস্ট অফিস ১৯৯১ সালে উনার কার্যকালেই হওয়া। বাহার ছড়া ইউনিয়নের এলজিইডি রোড প্রশস্ত করে মাটি ভরাট উনার চেয়ারম্যানের পিরিয়ডে হয় এবং তখন সংসদ সদস্য ছিলেন মরহুম অধ্যাপক মোহাম্মদ আলী। এলজিইডি রোডের কার্পেটিং ২০০১ সালে হয় এবং তাহার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বাহারছড়া ইউনিয়নের পল্লী বিদ্যুতের কার্যক্রম শুরু হয় ২০০১-২০০২ সালে উনার শাসন আমলে । এতে সর্বাত্মক সহযোগিতা করেন তৎকালীন সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বাহারছাড়া পুলিশ তদন্ত কেন্দ্র উনার কার্যকাল ১৯৯৯ সালে হয়। এবং তখন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র উত্তর শিলখালীতেই ছিল। এছাড়া বাহার ছড়া ইউনিয়নের বিভিন্ন কানেক্টিং রোড ,ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে উনার অবদান অনস্বীকার্য বলে লোকে মুখে প্রচারণা রয়েছে। শালিসী বিচার সহ অফিসিয়াল কাজে উনি ছিলেন বাহারছড়া ইউনিয়নের রোল মডেল শাসক।
মরহুম আলহাজ্ব মাস্টার মুনির আহমদ চেয়ারম্যান
বাহারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাপলাপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ০১/১২/১৯৯৯ সাল হইতে ১০/০৬/২০০৪ সাল ও ১৬/০৭/২০০৪ সাল হইতে ১৩/০৬/২০০৬ সাল এবং ০১/০১/২০০৯ সাল হইতে ১০/১০/২০১৬ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালন করেন। ১৯৯১ ও ১৯৯৪ সনে বাহারছড়া তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে উনার প্রচেষ্টায় ১৯৯৫ সনে পুনরায় মাদ্রাসা কার্যক্রম শুরু হয়। এবং বেশ কয়েকবার উনি বাহারছড়া তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার সহ-সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
২০১৮ সালের ১৮ই মে পহেলা রমজান রোজ জুমাবার তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে গমন করেন।

