১৯শে জানুয়ারী, ২০২৬
মোঃ আনোয়ার হোসেন (লামা বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম মহোদয় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখে সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত, জনবান্ধব ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম মহোদয় হাসপাতালের বিদ্যমান সমস্যা ও চাহিদাসমূহ স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। যুগ্ম সচিব মহোদয় তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় হাসপাতালে কর্মরত সহকারী অধ্যাপক ইনসিটু জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মো: ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার নিলিমা রানী দে সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। সর্বোপরি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তুষ্ঠি প্রকাশ করেন যুগ্ম সচিব মহোদয়।

