ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লামায় এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে দুস্থ ও অসহায় দের মাঝে শীতবস্ত্র বিতরণ

kalerproticchobi.com kalerproticchobi.com
জানুয়ারি ২১, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আনোয়ার হোসেন ,লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান জেলার লামায় আসহাবুল জান্নাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ এর এলজি. পিএনপি এপে. রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর আর্থিক সহায়তায় এবং এপেক্স ক্লাব অব লামার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে, এপেক্স ক্লাব অব লামার ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমেদ এর সভাপতিত্বে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।

শীতবস্ত্র পেয়ে খুশি লামা পৌরসভার লামা মুখ এলাকার নুর নাহার বেগম। তিনি বলেন, আমাকে একটি কম্বল দিয়েছে, এটা খুবই উপকার হবে। আমি খুব খুশি, তাদের জন্য দোয়া করি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন উপজেলা প্রতিনিধি এপে. মোঃ তৈয়ব আলী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম বি.কম, আমার দেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, দৈনিক কালের প্রতিচ্ছি প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক শফিক ও মোঃ সুমন প্রমূখ।

প্রধান অতিথি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে। এপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে মানুষজনকে কম্বল বিতরণ করায়। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: