ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিএনপি’র নির্বাচনি জনসমুদ্রে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন -তারেক রহমান

শিবলী সাদিক খানঃ
জানুয়ারি ২৭, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহে দীর্ঘ ২২ বছর পর এসে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় মঞ্চে উঠতেই মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।

সারা দেশে বিএনপির চলমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ২০০৩ সালের পর এই প্রথম ময়মনসিংহ সফরে এলেন বিএনপির এই শীর্ষ নেতা, যা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও আবেগ।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পাশাপাশি জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে বাসযোগে হাজার হাজার নেতাকর্মী জনসভায় অংশ নেন। দুপুর আড়াইটার পর সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এই দেশ জনগণের। ভোটের অধিকার কেড়ে নিয়ে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং তরুণদের কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে।

তারেক রহমান আরও বলেন, ময়মনসিংহসহ সারা দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলার প্রার্থীরা: ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬: আখতারুল আলম, ময়মনসিংহ-৭: মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ।

জামালপুর জেলার প্রার্থীরা: জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫: শাহ মো. ওয়ারেছ আলী মামুন। নেত্রকোনা জেলার প্রার্থীরা: নেত্রকোনা-১: কায়সার কামাল, নেত্রকোনা-২: আনোয়ারুল হক, নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার। শেরপুর জেলার প্রার্থীরাঃ শেরপুর-১: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩: মাহমুদুল হক রুবেল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

অনেকেই এই সমাবেশকে ময়মনসিংহ অঞ্চলের বিএনপির নির্বাচনি প্রচারণায় কর্মী সমর্থকদের নতুন গতি সৃষ্টির মাইলফলক হিসেবে দেখছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: