খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার বাজারফান্ড এলাকায় অবস্থিত একটি সরকারি বাণিজ্যিক প্লট দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভুইয়ার নাম ব্যবহার করে একটি প্রভাবশালী চক্র ওই সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের স্বঘোষিত সভাপতি পরিচয়ধারী এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দাবি করা এক ব্যক্তি—যিনি বিভিন্ন সময়ে নিজের নাম ইউনুস ও শারিয়ার ইউনুস হিসেবে ব্যবহার করেন—সাংবাদিকতার পরিচয় কাজে লাগিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ অভিযোগে তার সঙ্গে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক পরিচয়ধারী ইশতেয়াক আহম্মদ নিপু, যিনি নিজেকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সম্পাদক বলে দাবি করেন, এবং চ্যানেল ২৪-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি পরিচয়ধারী মো. নরুচ্ছাফা।


অভিযোগে আরও বলা হয়, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ছালে আহম্মদের ভাগিনা জামাই পরিচয়ে পরিচিত একজন ব্যক্তিও এই সরকারি জমি দখল প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা দাবি করছেন।
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে সরকারি বাণিজ্যিক প্লট দখলের একটি সমন্বিত উদ্যোগ পরিচালিত হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি সরকারি জমি রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

