ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

থানা ও আদালতে মামলায় ক্ষিপ্ত হয়ে নোয়াখালীর কবিরহাটে সাবেক প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা, সম্পত্তি জবর দখলের চেষ্টা

নোয়াখালী প্রতিনিধিঃ
জানুয়ারি ১৫, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

থানা ও আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে নোয়াখালীর কবিরহাটে সাবেক প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। মূলত সম্পত্তি জবর দখলের জন্য হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন সিংহ বাদী হয়ে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে প্রদোষ চন্দ্র পাল, সুভাষ চন্দ্র পাল, রুপা পাল, অর্জুন রাউং ও উত্তম চন্দ্র দত্ত সহ ৫জনকে বিবাদী করে গত ১৩ই জানুয়ারী মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কবিরহাট থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার সূত্র ও ভিকটিম প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ জোরদাররা আমার মালিক ও দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে। তাদের বাধা দিলে হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়। এই নিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট থানায় ও আদালতে মামলা এবং অভিযোগ দায়ের করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন ০৬/৪/২০২৩ইং তারিখে সন্ত্রাসী হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগেও তারা একই কায়দায় আমার উপর হামলা করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছি। এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।