ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবি সাহিত্যিকদের এক মিলনমেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি--
জানুয়ারি ১৮, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

কবিতা ও সাহিত্যের প্রসার এবং কবি ও সাহিত্যিকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরীর লক্ষে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ভিন্ন মাত্রার মিরনমেলার আয়োজন করা হয়।

কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় চারঘন্টা ধরে চলা এ অনুষ্ঠানে ঢাকা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিকেরা যুক্ত হন।
বিভিন্ন কবি ও লেখকদের উপস্থিতিতে ভিন্ন মাত্রার ঋদ্ধ এ চমৎকার ও গোছানো অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন
কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (নবীনগরের জুলাইপাড়া গ্রামের অধিবাসী) কবি ও লেখক শারমিন সুলতানা।
বিশিষ্ট কবি ও লেখক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে সন্ধ্যায় অনন্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী প্রফেসর ড. সামছুদ্দিন আহমেদ খোকন।
এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিশিষ্ট কবি ও লেখক ড. শাহ মোহাম্মদ সানাউল হক। প্রধান আলোচক ছিলেন ঢাকা থেকে আগত কথা সাহিত্যিক কাজী রাফি।
অংকুরের প্রতিষ্ঠাতা নন্দিত সঞ্চালক আনিছুল হক রিপনের প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, গবেষক ও বিশ্লেষক জহির উদ্দিন চৌধুরী স্বপন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেযোগ্য বক্তারা হলেন সিলেট থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবা লাইজু, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্দ্ধন পাল, প্রথা বিরোধী লেখক অধ্যক্ষ কামরুল হুদা পথিক, অধ্যাপক মুহিবুর রহিম, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সংস্কৃতিজন গৌরাঙ্গ দেবনাথ অপু, অংকুর উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, শিক্ষক নজরুল ইসলাম জাহাঙ্গীর, আবদুর রহিম, প্রভাষক মোসলেম উদ্দিন সাগর, কবি আমীর হোসেন, কবি আবু হানিফ, কবি শাহজাদা জালাল, কবি আবদুর রউফ, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, মাসুদ পারভেজ প্রমুখ।
পরে স্বরচিত কবিত পাঠের আসরে কবিরা কবিতা পড়ে শোনান।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি, লেখক ও সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা তাঁর শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
এর আগে দুপুরে কবি শারমিন সুলতানার বাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও সাংবাদিকেরা উপস্থিত হলে শারমিন সুলতানা ও তাঁর স্বামী শিক্ষক নজরুল ইসলাম জাহাঙ্গীর সবাইকে স্বাগত জানান। পরে শারমিন জাহাঙ্গীর দম্পতির আন্তরিকতাপূর্ণ আমন্ত্রণে তাঁদের বাড়িতে সবাই এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।