ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

গর্জনিয়ায় দোকান ভাংচুর-লুটপাটের ঘটনায় জড়িত এক আসামী গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
জানুয়ারি ২০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মসজিদ মার্কেটে আবু রোবান বাপ্পির দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। তার নাম মোঃ আবু তাহের (৪৫) সে ইউনিয়নের ফাক্রির কাটা গ্রামের মকবুল আহমদের ছেলে। সোমবার(২০ জানুয়ারী) দুপুরে গর্জনিয়া বাজার এলাকা থেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ূয়া নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানান,গত শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে পারিবারিক সমস্যার জেরে বাপ্পির দোকানে তার মামা ও ভাইয়ে নির্দেশে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় বাপ্পি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পুলিশ যাচাই-বাছাই করে নিয়মিত মামলা রুজু করেন।
ফাঁড়ী পুলিশের আইসি রাজেশ বড়ূয়া সাংবাদিকদের জানান সোমবার দুপুরে আবু রোবান বাপ্পির মালিকানাধীন আম্মাজান বোরকা হাউস নামের দোকানে আসামী আবু তাহের ও আবু রাজিবসহ কয়েকজন আবারও আর একদফা হামলা চালায় এ-সময় পুলিশ দ্রুত ঘটনা স্থল পৌঁছে আবু তাহেরকে গ্রেপ্তার করলে অপরাপর আসামিরা পালিয়ে যায়।
আবু রোবান বাপ্পি জানান শুক্রবার তার দোকানে হামলা করে গ্লাস ভাংচুর ও মালামাল লুটপাট করে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে। তিনি ওই দিন আইনগত ব্যবস্থাগ্রহণ করতে থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার ফের হামলা চালায় তখন তিনি পুলিশকে অবহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।