ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তুরষ্ক ও জার্মানের অর্থায়নে আধুনিক কারুকার্যে নির্মিত

দৈনিক কালের প্রতিচ্ছবি
মার্চ ২১, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে হযরত উমর (রাঃ) জামে মসজিদ উদ্ভোধন, মসজিদে জুমার নামাজ পড়তে পেরে খুবই খুশি মুসল্লিরা
নোয়াখালী প্রতিনিধিঃ তুরষ্ক ও জার্মানের একটিভ জুগেন্দ্র সংস্থার যৌথ অর্থায়নে নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের মতি আলম বাজারের উত্তর পাশে আধুনিক কারুকার্যে নির্মিত হযরত উমর (রাঃ) জামে মসজিদ ও এতিমখানাটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়েছে। মসজিদে জুমার নামাজ পড়তে পেরে খুবই খুশি মুসল্লিরা । এই উপলক্ষে শুক্রবার দুপুরে সদরের ধর্মপুর ইউনিয়নের হযরত উমর জামে মসজিদের এতিমখানা কমপ্লেক্স অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানের একটিভ জুগেন্দ্র সংস্থার সভাপতি মেহমেদ আলী বাজি । ধর্মপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মহি উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ আবদুর রহমান, জার্মানের একটিভ জুগেন্দ্র সংস্থার বাংলাদেশের পরিচালক তাওহীদ সফিক, এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডঃ আমির হোসেন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, বেলাল মেম্বার, নিজাম উদ্দিন সচিব সহ স্থানীয় এলাকাবাসী। উলেখ্য বিগত আড়াই বছর থেকে হাফেজ মহি উদ্দিনের অক্লান্ত পরিশ্রমে তুরষ্ক ও জার্মানের যৌথঅর্থায়নে এই অবহেলিত এলাকায় হযরত উমর জামে মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটি যাত্রা শুরু হয়েছে। শতশত ধর্মপ্রাণ মুসল্লিলা এই মসজিদে নামাজ পড়তে পেরে খুবই আনন্দিত ও খুশি তারা।
তাঃ ২১-০৩-২০২৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।