সারাদেশে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে এক হাজার ৩৪ জন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারাদেশে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এই সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে-এর অর্থ দাঁড়ায় শয়তান শিকার। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত “ডেভিল হান্ট” বলতে সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও দেশবিরোধী চক্রকে বোঝানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।