ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

রাউজানের এবার এতিমখানায় চাঁদাবাজদের হানা জড়িত একজন আটক

রাউজান প্রতিনিধি :-
মার্চ ১৯, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাউজানে বেপরোয়া হয়ে উঠা চাঁদাবাজদের একটি দল দক্ষিণ রাউজানের লাম্বুরহাট একটি এতিখানায় চাঁদার দাবিতে হানা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছে লাম্বুরহাট হোসাইনীয় জামিউল উলুম নামের একটি মাদরাসা এতিমখানায় সংঘবদ্ধ চাঁদাবাজরা চাঁদা দাবি করে আসছিল। এতিমখানা কর্তৃপক্ষ তাদের আবদারে সাড়া দেয়নি।
জানাযায় গত সোমবার (১৭ মার্চ) এতিমখানা সম্প্রসারণের জন্য মাদরাসা কর্তৃপক্ষ পাশের জায়গা থেকে স্কেলভেটর দিয়ে মাটি কাটছিল। এসময় চাঁদাবাজরা উপস্থিত হয়ে স্কেলভেটর চালককে মাটি কাটতে বাঁধা দেয়। এসময় তারা চালককে মারধর করে স্কেলেটরের চাবি কেড়ে নেয়। এমন পরিস্থিতি হট্টগোলোর মাঝে মাদরাসার শিক্ষার্থীসহ এলাকার কয়েক শত লোক জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুজনকে ধরে মাদরাসায় আটকে রাখে। পুলিশে খবর দিলে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। বিষয়টি নিয়ে কথা বলতে মাদরাসা পরিচালক মাওলানা মোহাম্মদ রিদোয়ানুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এই ঘটনায় তিনি বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে পুলিশ স্থানীয় ওই ইউনিয়নের এনামুল হকের ছেলে আজিজুল হককে গ্রেফতার করেছে।
রাউজান থানা ওসি মনিরুল ইসলাম ভুইয়া সাথে ফোনে ঘটনা সত্যতা জানতে যোগাযোগ করলে ফোনে অস্পষ্টতার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।