সিরাজগঞ্জে তাড়াশ প্রেসক্লাবে সদস্যদের সাথে মতবিনিময় করেছেন তাড়াশে সদ্য যোগদানকৃত নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
বুধবার বিকেলে তাড়াশ প্রেসক্লাব হলরুমে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম সকল সদস্যের সাথে পরিচিত হন। তাদের সাথে কুশালাদি বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, আমি আপনাদের উপজেলায় নতুন এসেছি । যতদিন থাকবো তাড়াশ উপজেলার উন্নয়নে কাজ করে যাব। সে ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।