ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে আজ বৃহস্পতিবার(২৭/৩) দুপুরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ডালিম আহমেদ(২৩) সে ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে। সে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। গতকাল ঈদের ছুটিতে বাড়িতে আসে। অথচ পরের দিন বিলের মাঝে পুকুর পাড়ে একটি গাছে ঝুলন্ত লাশ হয়ে রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন, আবার কেউ আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এদিকে, নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। তারা এই মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা সঠিক তদন্তের মাধ্যমে তা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ শুরু করে দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।