ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

অবরোধে সমুদ্রে মাছ শিকার, আটক ১৬ জেলে

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলে সহ ৩ টি মাছধরা ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা অমান্য করে শত শত জেলে ট্রলার সমুদ্রে রয়েছে। এসব ট্রলার গুলো মৎস্য বন্দর আলিপুর-মহিপুর, রাঙ্গাবালী, চরফ্যাশন, নোয়াখালীর রামগতি সহ উপকুলের বিভিন্ন মৎস্য বাজার খোলা বাজারে বেচাকেনা হচ্ছে। অভিযানে উপকুলভাগে কতিপয় জেলে ধরা পরলেও মাছ শিকার বন্ধ হয়নি সমুদ্রে এমনই অভিযোগ সাধারণ জেলেদের। বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন বাজারে।
গভীর সমুদ্রে নৌ বাহিনীর টহল জোরদার করা হলে সমুদ্রে মাছ শিকার থেকে বিরত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।