ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

রাউজান থানা পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের নেতৃত্বদানকারী ফোরকান গ্রেপ্তার

কামরুল ইসলাম বাবু :
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজানে মামলার আলামত উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্বদানকারী ফোরকান উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ফোরকান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার সোলাইমানের ছেলে।

গত মঙ্গলবার বিকালে রাউজান স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাযায় , গত ০২ ডিসেম্বর রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযানে গেলে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত এবং গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিল। রাউজান থানার ডিউটি অফিসার মো. আলী সৈকত বলেন, পুলিশের উপর হামলার ঘটনার নেতৃত্বদানকারী ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, বুধবার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।