বান্দরবানের থানছিতে খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে শহরের শাপলা চত্তরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যায় এবং পূনরায় এ ধরণের অপরাধ করার সাহস পায়। পাহাড়-সমতল সর্বত্রে নারীদের নিরাপত্তা বিধানের দাবী জানান সরকারের কাছে।
আকাশ ত্রিপুরা সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিতা চাকমা, ত্রিপিটক চাকমা, কৃপায়ণ ত্রিপুরা, সুভাষ চাকমা, উক্যনু মারমা, খঞ্জন ত্রিপুরা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।