চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হলো এসডিজি ইউথ ফোরাম আয়োজিত “SDG Week of Action”-এর সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকী আজম।
অনুষ্ঠানের তরুণ উদ্যোক্তা মৌসুমী আক্তারের প্রতিষ্ঠান The Greenogram-এর তৈরি হাতে বানানো পরিবেশবান্ধব কলম উপহার দেন মাননীয় উপদেষ্টাকে।
উপহার গ্রহণ করে ফারুকী আজম বলেন- এই ধরনের সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ তরুণ প্রজন্মের ইতিবাচক চিন্তা ও দেশের টেকসই উন্নয়নের প্রতিফলন। এমন উদ্যোগই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
এসময মৌসুমী আক্তার অনুরোধ জানান, ভবিষ্যতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অফিসগুলোতে প্লাস্টিকজাত পণ্য পরিহার করে কাগজ বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের উদ্যোগ নেওয়া হোক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, উদ্যোগ ও নেতৃত্বই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের মূল চালিকাশক্তি।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

