ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরীর ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন

মোক্তার হোসেন গোলাপ,কিশোরগঞ্জঃ
ডিসেম্বর ৫, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

  1. মোক্তার হোসেন গোলাপ,কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওর প্রাথমিক বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
৫ ডিসেম্বর কিশোরগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দৃষ্টি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।এলাকার নারী পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সের কয়েক ‘শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময়ে চক্ষু বিষয়ে পরামর্শ সহ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ করা হয়।

এছাড়াওবিনামূল্যে ছানি রোগীদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদেরকে হবিগঞ্জের ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

এই বিষয়ে দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী এই প্রতিবেদককে জানান দেশের দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে অন্ধত্ব থেকে মুক্তি দিতে ঢাকার মোহাম্মদপুরে, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জে ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। শাহীন রেজা চৌধুরী বলেন আমি ওদের মত টাকা নিয়ে চিকিৎসা করলে ঢাকাতে বড় বড় ৬/৭ টি বাসা বাড়ি থাকতো। কিন্তু আমি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আমার জন্মস্থান মিঠামইনের কাঞ্চনপুর গ্রামে। হাওরের দরিদ্র মানুষ টাকার অভাবে শহরাঞ্চলে গিয়ে চিকিৎসা করতে পারছেন না। তাই আমি নিজেই হাওর অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবো। আল্লাহর রহমতে আর হাওর অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হলে মিঠামইন, ইটনাও অষ্ট গ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করবো। তখন দরিদ্র মানুষ গুলো শহরে যেতে হবে না। যাতে করে ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন। ইতিমধ্যে চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী ফ্রি চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয় ঠাই করে নিচ্ছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: