ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালিপুরে ইটভাটায় অভিযান: ১০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

kalerproticchobi.com kalerproticchobi.com
জানুয়ারি ১১, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

 প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কালিপুর রেঞ্জের একটি ইটভাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে বন বিভাগ। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে লটমনি মৌজার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘চৌধুরী ব্রিকস’ (এএসসি) নামক ভাটায় এই অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে কালিপুর রেঞ্জের সাধনপুর বিট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ভাটা থেকে আনুমানিক ১০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (চট্টগ্রাম)। অভিযানে শহর রেঞ্জ, কালিপুর রেঞ্জ এবং মাদার্শা রেঞ্জের বন কর্মকর্তা ও সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
সহকারী বন সংরক্ষক জানান, জব্দকৃত কাঠের বিপরীতে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবেশের ভারসাম্য ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কাঠ পাচারকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: