ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি–২৯৮ আসনে গণভোটের এম্বাসেডর হলেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা

kalerproticchobi.com kalerproticchobi.com
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে খাগড়াছড়ি–২৯৮ নং সংসদীয় আসনে ‘গণভোটের এম্বাসেডর’ হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। তিনি পেশাগত জীবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারাদেশের ২৪৩টি আসনে গণভোটের এম্বাসেডরদের নাম ঘোষণা করেন। এ সময় খাগড়াছড়ি–২৯৮ আসনের জন্য অ্যাডভোকেট মনজিলা ঝুমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এনসিপি সূত্রে জানা গেছে, যে ৩০টি আসনে শাপলাকলি প্রতীকে এনসিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেসব আসনে আলাদা করে গণভোটের এম্বাসেডর নিয়োগ দেওয়া হয়নি।

উল্লেখ্য, অ্যাডভোকেট মনজিলা ঝুমা এর আগে এনসিপির পক্ষ থেকে খাগড়াছড়ি–২৯৮ আসনের নির্বাচিত প্রার্থী ছিলেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০-দলীয় জোটের প্রার্থীকে আসনটি সমঝোতার ভিত্তিতে ছেড়ে দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

গণভোট প্রসঙ্গে অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন, “এবার ভোট দুটি—একটি সরকার গঠনের ভোট দলীয় প্রতীকে, আরেকটি রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। আমরা যারা রাষ্ট্রের সংস্কার চাই, আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব এবং জনগণকেও ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানাব।”

তিনি আরও বলেন, জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তা আগস্টে গিয়ে রাষ্ট্র সংস্কারের গণদাবিতে রূপ নেয়। সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার মূল লক্ষ্য ছিল পুরো শাসনব্যবস্থার মৌলিক সংস্কার। গণভোটের মাধ্যমে সেই সংস্কারের একটি বড় অংশ বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ কেন জরুরি—তা জনগণকে বোঝাতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণকে সচেতন করতে হবে, যেন তারা চাঁদাবাজি, ফ্যাসিবাদ ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে স্পষ্টভাবে ‘না’ বলতে পারে। এটাই শেষ সুযোগ—এবার পরিবর্তন না এলে ভবিষ্যতে তা আর সম্ভব নাও হতে পারে।”

 

তিনি দায়িত্বশীলতার সঙ্গে ঘরে ঘরে গণভোটে ‘হ্যাঁ’-এর আহ্বান পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: